• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আশরাফুন নাহারকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করল এসিল্যান্ড বরসহ তিনজনকে জরিামানা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:৩৯ পিএম;
আশরাফুন নাহারকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করল এসিল্যান্ড বরসহ তিনজনকে জরিামানা 
আশরাফুন নাহারকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করল এসিল্যান্ড বরসহ তিনজনকে জরিামানা 

দিনাজপুরের ফুলবাড়ীতে অষ্টম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী আশরাফুন নাহারকে (১৫) বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরএলাকার মধ্য গৌরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহটি বন্ধ করেন তিনি। এসময় বরসহ তিনজনকে জরিমানা আদায় করা হয়।
জরিমানাকৃতরা হলেন, বর পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের হাফিজুর ইসলামের ছেলে এবং জয়পুরহাট সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন বাপ্পি (২৪), বরের নানা আব্দুল হামিদ এবং কনের বাবা আক্তার হোসেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের হাফিজুর ইসলামের ছেলে সাব্বির হোসেনের সাথে মধ্য গৌরীপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে এবং ফুলবাড়ী পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশরাফুন নাহারের বিয়ের প্রস্তুতি চলছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান। পরে বাল্যবিবাহের দায়ে বরসহ তিনজনকে জনপ্রতি তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান বলেন, বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে পুলিশসহ হাজির হয়ে বরসহ তিনজনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭/১ ধারায় জরিমানা করা হয়েছে। একইসাথে বরের নানা আব্দুল হামিদের মুচলেখা নেয়া হয়েছে। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ